ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে উত্তরবঙ্গে বগুড়ায় পান্না মিয়ার দোকানে জমে উঠেছে বিশাল পতাকা মেলা
পান্না মিয়া পেশায় একজন দর্জি, সে ফুটবল খেলা খুব পছন্দ করে , আর সে ভালো লাগা থেকেই তার এই পতাকা বানানো, সে আমাদের আরো জানান যে বিভিন্ন জেলা থেকে মানুষ তার দোকানে পতাকা কিনার জন্য আসেন, এবারের বিশ্বকাপ খেলায় পন্না মিয়া পতাকা বিক্রি করে দ্বিগুন লাভবান হয়েছে। আমাদের এই চ্যানেলের ভিডিও গুলি আমরা নিজেরাই করে থাকি,আর একটি ভিডিও কালেকশন করতে আমাদের অনেক পরিশ্যম হয়,আপনাদের ভালো লগার জন্য আমরা কাজ করে থাকি, সবাই আমাদের চ্যানেলের ভিডিও গুলো দেখবেন, আমাদের ভিডিও গুলো কেমন হোল তা অবশ্যয় যানাবেন,কমেন্টের মাধ্যমে, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলের ভিডিওগুলী দেখার মতো হলে অবশ্যয় সাবক্রাইব করবেন আমাদের চ্যানেল ,আমাদের চ্যানেলের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ, পরিচালনায় ( মোঃ আমিরুর রাশেদীন )
No comments:
Post a Comment