Responsive Ads Here

Monday, 16 July 2018

গভীর রাতে বাংলাদেশ সেনাবাহিনির পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান

গভীর রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়, বীর মুক্তিযোদ্ধা অনাঃ ক্যাপ্টেন আলহাজ্জ আব্দুল বাছেত সাহেব কে 


এনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনির একজন ক্যাপ্টেন , এছারাও তিনি ১৯৭১ সালের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, চাকুরী থেকে অবসর নেওয়ার পর থেকে দীর্ঘ দিন তিনি ছোট কুমিড়া নূরানি হাফেজিয়া মাদ্রাসার সভাপতি হিসাবে দায়িত্ত পালন করেন, ইন্তেকালের দিন প্রযন্ত।
এনার জন্ম গ্রহণ করেন বগুড়া জেলার, ছোটকুমিরা পশ্চিম পাড়া ১৫ নং ওয়াডে , এনি মানুষ হিসাবে ছিলেন অনেক সৎ এবং অনেস্ট ।
আমাদের এই চ্যানেলের ভিডিও গুলি আমরা নিজেরাই করে থাকি,আর একটি ভিডিও কালেকশন করতে আমাদের অনেক পরিশ্যম হয়,আপনাদের ভালো লগার জন্য আমরা কাজ করে থাকি, সবাই আমাদের চ্যানেলের ভিডিও গুলো দেখবেন, আমাদের ভিডিও গুলো কেমন হোল তা অবশ্যয় যানাবেন,কমেন্টের মাধ্যমে, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলের ভিডিওগুলী দেখার মতো হলে অবশ্যয় সাবক্রাইব করবেন আমাদের চ্যানেল ,আমাদের চ্যানেলের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ, পরিচালনায় ( মোঃ আমিরুর রাশেদীন )

No comments:

Post a Comment